বন্দরশহরে কোভিড-১৯ মহামারি প্রতিরোধের ক্ষমতা বাড়াবে চীন
  2020-05-18 19:14:48  cri
মে ১৮: বিদেশফেরত কোভিড-১৯ রোগী বৃদ্ধির কারণে চীনের শাংহাইসহ কয়েকটি বন্দরশহর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। আজ (সোমবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য পাওয়া গেছে।

চীনের বৃহত্তম নগরী শাংহাইয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর ও বিমানবন্দর রয়েছে। চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের মহাপরিচালক ফু ছেন জানান, শাংহাইয়ের রোগ প্রতিরোধ বিভাগ শুল্ক বিভাগের সঙ্গে মহামারি প্রতিরোধকাজ জোরদার করেছে। শুল্ক বিভাগ, সীমান্ত চেকপোস্ট, বিমানবন্দর ও নির্দিষ্ট হাসপাতালসহ নানা সংস্থার মধ্যে যোগাযোগ ও সমন্বয়ও জোরালো করা হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040