স্থিতিশীল বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বজায় রাখতে নানা ব্যবস্থা নিয়েছে চীন
  2020-05-18 19:13:35  cri
মে ১৮: সারা বিশ্বে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় রাখতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে চীন। চীনের বাণিজ্যমন্ত্রী চুং শান আজ (সোমবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।

চুং শান বলেন, বাণিজ্যিক খাতে জনমত জরিপের ভিত্তিতে নীতিমালা প্রবর্তন করা প্রয়োজন। উপার্জন-ব্যাংক-বীমাসহ নানা ক্ষেত্রে সমর্থন দেওয়া দরকার। বিনিয়োগের ক্ষেত্রে বাজারে প্রবেশের নীতিমালা সহজ করা এবং আরও উন্মুক্ত করার কাজ জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040