চীনের পশ্চিমাঞ্চলে মানসম্পন্ন উন্নয়ন এগিয়ে নেবে চীন
  2020-05-18 17:28:35  cri
মে ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি 'নতুন যুগে চীনের পশ্চিমাঞ্চলে গুণগত মানসম্পন্ন উন্নয়ন এগিয়ে নেওয়ার দিক-নির্দেশনা" দিয়েছে। দিক-নির্দেশনায় চীনের পশ্চিমাঞ্চলে ২০২০ সালের সুষম সমাজ এবং ২০৩৫ সালে পূর্বাঞ্চলের সমতাসম্পন্ন উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়।

দিক-নির্দেশনায় বলা হয়, চীনের পশ্চিমাঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে, যা সার্বিক সুষম সমাজ গড়ে তোলার দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। তবে পশ্চিমাঞ্চলে ভারসাম্যহীনতার সমস্যা এখনও রয়ে গেছে। দারিদ্র্যবিমোচনের কাজ এখনও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন।

দিক-নির্দেশনায় আরও বলা হয়, পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জনসংখ্যা, সম্পদ ও পরিবেশের সমন্বয়ে আরও গুণগত মানসম্পন্ন, কার্যকর ও সমাতসম্পন্ন উন্নয়ন সাধন করা প্রয়োজন। যাতে অন্যান্য অঞ্চলের সঙ্গে এ অঞ্চলে ২০২০ সাল নাগাদ সুষম সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা যায়। ২০৩৫ সালে পশ্চিমাঞ্চলে সমাজতান্ত্রিক আধুনিকায়ন, মৌলিক গণপরিষেবা, কাঠামোগত সুবিধা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040