চীনে ৩০তম প্রতিবন্ধী সহায়ক দিবস পালিত
  2020-05-18 16:05:49  cri

মে ১৮: রোববার ছিল চীনের ৩০তম প্রতিবন্ধী সহায়ক দিবস। এ বছরের প্রতিপাদ্য- প্রতিবন্ধীদের দারিদ্র্যমুক্ত ও সচ্ছল সমাজে গড়ে তোলায় সাহায্য করা। বর্তমানে চীনে ৮ কোটিরও বেশি প্রতিবন্ধী মানুষ আছে। দেশ এগিয়ে যাবার পথে তাদেরকেও এগিয়ে নিতে হবে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে চীনে ৮৫ লাখ ৫২ হাজার প্রতিবন্ধী মানুষ কর্মরত আছে এবং তারা নিজ নিজ কাজে ভালো করছেন। যেমন, খাবার বিতরণকারীদের মধ্যে প্রতিবন্ধী কর্মীদের কর্মক্ষমতা গড় মানের চেয়ে ১০ শতাংশ বেশি। পাশাপাশি, চীনে প্রতিবন্ধী ক্রীড়াবিদের সংখ্যা বাড়ছে এবং সরকারি বিভাগ প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া শুরু করেছে।

রোববার চীনের মানবসম্পদ এবং সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয় ২০২০ দরিদ্র প্রতিবন্ধীদের কর্মসংস্থান সহায়ক কর্মকাণ্ড। ই-কমার্স ও ইন্টারনেটসহ নতুন শিল্পের ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040