যুক্তরাষ্ট্রে আটক অবৈধ অভিবাসীদের অনেকে কোভিড-১৯-এ আক্রান্ত
  2020-05-18 14:52:27  cri
মে ১৮: যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেমের একটি প্রতিবেদন অনুসারে, মার্কিন ইমিগ্রেশন ও শুল্ক ব্যুরোর দুর্বল পরিচালনায় বিপুল সংখ্যক আটকে-পড়া অবৈধ অভিবাসী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদন অনুসারে, মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট ব্যুরোর গত ৮ মে-র পরিসংখ্যান অনুযায়ী, আটক ২৭,৯০৮ অবৈধ অভিবাসীর মধ্যে ২০৪৫ জনকে পরীক্ষা করে ৯৮৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়েছে। তা ছাড়া, আরও ৪৪ জন ইমিগ্রেশন-কর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

একজন অবৈধ অভিবাসী বলেন, তাদের পরিবারের সদস্যরা তাদের নিয়ে উদ্বিগ্ন। সারা বিশ্ব যেন তাদের কথা ভুলে গেছে।

আরেকজন অভিবাসী বলেন, 'আমাদের জীবন হুমকির মুখে পড়েছে। আমরা প্রতিদিন সংবাদ দেখি। মহামারী নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক, দুঃখ ও উদ্বেগ কাজ করে। আমাদের মধ্যে দূরত্ব খুব কম। সবাই একসাথে থাকি, একসাথে শ্বাস নিই। আমরা আটকা পড়েছি।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের থাকার জায়গা ঘনবসতিপূর্ণ এবং এখানে ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040