যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রকে প্রান্তিকীকরণের প্রয়াস বিপজ্জনক: ল্যানসেট
  2020-05-18 14:48:49  cri
মে ১৮: সম্প্রতি ব্রিটিশ গবেষণামুলক জার্নাল 'দ্য ল্যানসেট'-এ প্রকাশিত একটি সম্পাদকীয়তে বলা হয়, মার্কিন সরকার দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রকে প্রান্তিকীকরণের প্রয়াস পেয়েছে, যা বিজ্ঞান ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতি এখনও ভালো নয়। অথচ মহামারী মোকাবিলার ক্ষেত্রে সেদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র (সিডিসি)-র অবস্থান ধারাবাহিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সিডিসি জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। সিডিসি কোভিড-১৯ মহামারীর প্রাথমিক পর্যায়ে কিছু ভুল করেছে। কিন্তু তাই বলে এই প্রতিষ্ঠানকে প্রান্তিক করা এবং এর ভূমিকা দুর্বল করা সমস্যার সমাধান দিবে না। মার্কিন সরকার শুধু টিকা ও ওষুধের ওপরে গুরুত্ব দিচ্ছে, অথচ ভাইরাস সনাক্তকরণ, সংক্রমণ ট্র্যাকিং এবং বিচ্ছিন্নতাসহ বিভিন্ন মৌলিক স্বাস্থ্যব্যবস্থা কম গুরুত্বপূর্ণ নয়। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040