চীনে ২ লক্ষাধিক ৫-জি বেস স্টেশন চালু হয়েছে
  2020-05-18 14:03:00  cri

মে ১৮: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছেন চাও সিয়ং বলেছেন, বর্তমান চীনে ২ লক্ষাধিক ৫-জি বেস স্টেশন চালু হয়েছে। গতকাল (রোববার) অনুষ্ঠিত ২০২০ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সোসাইটি দিবসের অনলাইন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে চায়না টেলিকমের ডেপুটি জেনারেল ম্যানেজার লিউ কুই ছিং বলেন, চায়না টেলিকম সক্রিয়ভাবে চায়না ইউনিকমের সঙ্গে সহযোগিতা করে ৫-জি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। গত বছরের শেষে শেনচেন শহরে বিশ্বের প্রথম বাণিজ্যিক ৫-জি স্বাধীন নেটওয়ার্ক চালু হয়েছে।

চায়না মোবাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার কাও থোং ছিং বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত, চীনে চায়না মোবাইলের বেস স্টেশনের মোট সংখ্যা ৪৬.২ লাখ। এর মধ্যে ৪-জি বেস স্টেশন ৩১.৫ লাখ, ৫-জি বেস স্টেশন ১.৪ লাখ। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040