'পালিয়ে যাবো'
  2020-05-18 10:33:46  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী সুন শেং স্যি'র পরিচয় দেবো। তিনি ১৯৯৯০ সালের ১৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষ চীনের শানতুং প্রদেশের। ২০১৩ সালে তিনি চীনের তাইওয়ানের দ্বিতীয় 'চীনা সুপার স্টার' নামের প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ স্থান লাভ করেন। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে তার সংগীতের জগতে প্রবেশ। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'সাম দে ও ওয়ান দে' শীর্ষক গান। গানটি ২০১৯ সালের সেপ্টেম্বরে রিলিজ হয়। গানটি হলো একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি'র কন্ঠে 'সাম দে ও ওয়ান দে' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৬ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৮ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'দেরিতে গুড নাইট' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। সুন শেং স্যি নিজে এর সুর রচনা করেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি'র কন্ঠে 'দেরিতে গুড নাইট' শীর্ষক গান। ২০১৯ সালে সুন শেং স্যি তাইওয়ানের ৩০তম গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ম্যাডারিন নারী কন্ঠশিল্পী, শ্রেষ্ঠ সংগীত এরেজ ও শ্রেষ্ঠ ম্যাডারিন অ্যালবামের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি ১০ বছর বয়স থেকে পিয়ানো শিক্ষা শুরু করেন। তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী জিয়াং ইউ হেং হলেন তাঁর বাবার ঘনিষ্ঠ বন্ধু। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ক্রমাগত তাপমাত্রা' শীর্ষক গান। গানটি তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। তিনি গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি'র কন্ঠে 'ক্রমাগত তাপমাত্রা' শীর্ষক গান। বিশ্ববিদ্যালয়ের সময় তিনি একটি সংগীত গ্রুপে যোগ দেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্রতিভা কম' শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। গানটিতে বলা হয়েছে: ক্ষুদ্র ক্ষত কয়েক দিনের মধ্যে আরোগ্য হবে। বেঁচে থাকা যাবে। দুঃখ পেয়ে কেঁদেছি কয়েক বার—তাও ভুলে যেতে পারবো। অন্ধকারে কিন্তু আমি জেগে আছি। একাকীত্ব শেষ হবে না। আন্তরিকতা হবে, ভালবাসা না। আন্তরিকতা মাত্র একাকীত্ব। ভালবাসার ক্ষেত্রে আমার কোনো প্রতিভা নেই।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি'র কন্ঠে 'প্রতিভা কম' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তার দক্ষতা কম' শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। সুন শেং স্যি গানটির সুর রচনা করেছেন। গানটি তাঁর দ্বিতীয় অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটিতে বলা হয়েছে: খালি ডান হাতে তাপমাত্রা ছাড়াই শান্ত। all alone all alone, যে কথা তুমি বলেছো, তার কোন তাত্পর্য নেই। all alone all alone, অশ্রু আসল মাটিতে পড়ে গেছে। ভেঙ্গে গেছে। I will love you, ভালবাসা রসিকতার মত।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি'র কন্ঠে 'তার দক্ষতা কম' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'পালিয়ে যাবো' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: কার জন্য চেষ্টা করি? স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করি। ভালবাসা বোঝার মতো। সে আমি, সে আমি, আমার ভয় লাগে যে, আমাদের ক্ষমতা নেই। তুমি পালিয়ে গেছ এবং কখনো ফিরে আসবে না। Come away come away with me, No more tears no more fears with me, Come away with me।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040