'একা'
  2020-05-18 10:28:09  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকের কন্ঠশিল্পী গেং সি হান'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৯৩ সালের ২৬ মার্চ চিয়াংসু প্রদেশের স্যুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি নানচিং ইউনিভার্সিটি অব আর্টস (Nanjing University of the Arts) থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'যখন পাহাড়ে ফুল ফুটেছে' শীর্ষক গান। গানটি গত ১৩ মার্চ প্রকাশিত হয়। বর্তমান কোভিড-১৯ মহামারী চলাকালে গানটি প্রকাশিত হয়। গানে গোটা বিশ্বকে ভাইরাস প্রতিরোধে উত্সাহ দেওয়া হয়েছে। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান'র কন্ঠে 'যখন পাহাড়ে ফুল ফুটেছে' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের উদ্যোগে সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালের ২৬ জানুয়ারি তিনি Asian Influence Awards Oriental Ceremony-র সবচেয়ে প্রতিভাধর নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে '২০ বছর বয়সী দেবতা' শীর্ষক গান। গানটি তাঁর এ বছরের নতুন অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান'র কন্ঠে '২০ বছর বয়সী দেবতা' শীর্ষক গান। ২০১৬ সালের জুলাই মাস থেকে তিনি নিয়মিত বিভিন্ন সংগীত উত্সবে অংশ নিতে থাকেন। ২০১৭ সালের নভেম্বরে তিনি ড্রাগন টিভি কেন্দ্রের উদ্যোগে সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'একা' শীর্ষক গান। গানটি তাঁর নতুন অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান'র কন্ঠে 'একা' শীর্ষক গান। ২০১০ সালে তিনি মাধ্যমিক বিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি ১৬ বছর বয়সে সংগীতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি দিনে বিদ্যালয়ে লেখাপড়া করতেন এবং রাতে পাবে গান গাইতেন। পরে তিনি সংগীত একাডেমিতে ভর্তি হন। হাইস্কুলের পর তিনি খবুই হাই স্কোর নিয়ে নানচিং ইউনিভার্সিটি অব আর্টস-এ ভর্তি হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'হঠাৎ জনপ্রিয় হয়ে উঠি' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান'র কন্ঠে 'হঠাৎ জনপ্রিয় হয়ে উঠি' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'নীল' শীর্ষক গান। গানটি হলো গেং সি হান'র ব্যান্ডের গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গেং সি হান হলেন ব্যান্ডটির প্রধান গায়ক। গানটিতে বলা হয়েছে: আমার দিকে বাতাস বইছে। প্রত্যাশাগুলি আপনার মনে হতাশা সৃষ্টি করবেন না। রহস্যময় নীল সমুদ্র। অজানা দিক। প্রত্যাশ্যা, উন্মাদ, উষ্ণ হৃদয়।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান'র কন্ঠে 'নীল' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সব হারানোর আগে' শীর্ষক গান। এটিও তার ব্যান্ডের গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: রাত চলে গেছে, তুমি কী কী দেখেছো? নগর, গ্রামে যেকোনো জায়গায় সংগীত শোনা যায়। শীতকালের মতো শীত। আকাশে দেখি, কী রঙ! আসতে আসতে আগের কোনে ফিরে এসেছি। আমরা দু'জন মুক্ত হয়েছি, এ দীর্ঘ হারিয়ে-যাওয়া স্বাধীনতা। উড়বো, উড়বো, নেমে আসব না।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040