সিডিসি'র উপর মার্কিন চাপের নিন্দা জানিয়েছে 'দ্য ল্যানসেট'
  2020-05-17 16:40:33  cri

মে ১৭: গতকাল (শনিবার) বিশ্বের শীর্ষ চিকিৎসা জার্নাল 'দ্য ল্যানসেট' 'যুক্তরাষ্ট্রের সিডিসিকে ক্ষমতা ফিরিয়ে দাও' শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করে। এতে ট্রাম্প প্রশাসনের পক্ষে থেকে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসিকে) দমন করে সংস্থার প্রভাব কমিয়ে দেওয়ার নিন্দা জানানো হয়।

প্রবন্ধে বলা হয়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সিডিসি গণস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ একটি সংস্থা এবং বিশ্বজুড়ে সমাদৃত। তবে মার্কিন প্রশাসন প্রতি বছর সংস্থার বাজেট হ্রাস করছে এবং মহামারি মোকাবিলায় সংস্থার ক্ষমতা কমিয়ে দিয়েছে।

২০১৯ সালের জুলাই মাসে সিডিসি'র সব চীনা কর্মীকে সরিয়ে নেওয়া হয় এবং যখন কোভিড-১৯ মহামারি শুরু হয় তখন চীন সম্পর্কে সংস্থার কাছে কোনও তথ্য ছিল না। সম্প্রতি ট্রাম্প প্রশাসন সিডিসি প্রকাশিত মহামারি মোকাবিলা গাইড নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এতে সিডিসি'র নেতৃত্ব ও প্রভাব আরও দুর্বল হয়েছে।

প্রবন্ধের শেষ দিকে হুঁশিয়ার করে বলা হয়, ২০২১ সালের জুলাই মাসে নব নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন এবং ভবিষ্যত্ প্রেসিডেন্টকে জানতে হবে যে, গণস্বাস্থ্য খাতে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ করা উচিত্ নয়।(শিশির/তৌহিদ/রুবি)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040