কোভিড-১৯ রোগের টিকা নিয়ে মনোপলি করার চেষ্টা করছেন মার্কিন রাজনীতিকরা: সিআরআইয়ের সম্পাদকীয়
  2020-05-16 20:13:44  cri

মে ১৬: ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন আয়োজনের প্রাক্কালে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, পাক প্রধানমন্ত্রী ইমরান খানসহ বিশ্বের ১৪০জনেরও বেশি রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ যৌথ উন্মুক্ত চিঠি প্রকাশ করেন। এতে তাঁরা কোভিড-১৯ রোগের টিকা তৈরি হলে, এর পেটেন্ট রাইট না করার আহবান জানান। এটি বিশ্বব্যাপী উন্মুক্ত রাখার প্রস্তাব দেন তাঁরা; যাতে গরীব দেশগুলো তা ব্যবহার করতে পারে। বিশ্বের এমন কঠিন সময়ে টিকা নিয়ে মনোপলি করার চেষ্টা করছেন মার্কিন রাজনীতিকরা। এমন মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

সম্প্রতি ফ্রান্সের ওষুধ কোম্পানি স্যানোফের জনৈক কর্মকর্তা জানান, কোভিড-১৯ রোগের টিকার গবেষণার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করেছে। এজন্য যুক্তরাষ্ট্র সবার আগে এ রোগের টিকা পাবে এবং প্রথম ব্যবহার করতে পারবে। তারপর ফ্রান্স সরকার ও আন্তর্জাতিক সমাজের চাপে ওই ওষুধ কোম্পানি তার অবস্থান পরিবর্তন করে জানায়, শুধু যুক্তরাষ্ট্রে উৎপাদিত টিকার ওপর দেশটির অগ্রাধিকার রয়েছে। ইউরোপে উৎপাদিত টিকা ব্যবহারের অগ্রাধিকার যুক্তরাষ্ট্র পাবে না।

গত মার্চে গণমাধ্যমের খবরে জানা যায়, মার্কিন সরকার দশ বিলিয়ন ডলার ব্যয় করে জার্মানির একটি কোম্পানির টিকা গবেষণার প্রযুক্তি কিনতে চায়। যা শুধু যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাবে।

কোভিড-১৯ মহামারীর বিশ্বের অভিন্ন সংকট। এ অবস্থায় মার্কিন কিছু রাজনীতিবিদ তাদের লোভী, স্বার্থপরতা, নৈতিকতাবিহীন আচরণ করেছেন। কিন্তু বিশ্ব হাতে হাত রেখে মহামারীর বিরুদ্ধে লড়াই করতে চায়। এ অবস্থায় মার্কিন রাজনীতিবিদদের মানবিক মূল্যবোধে জেগে ওঠার আহ্বান জানায় সিআরআই সম্পাদকীয়।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040