সিএমজি'র সম্পাদকীয়তে মার্কিন রাজনীতিকদের সমালোচনা, বিদেশি প্রধান গণমাধ্যমগুলোর সম্পাদকীয় প্রচার
  2020-05-16 19:21:55  cri
মে ১৬: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপে ধারাবাহিকভাবে 'রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে মাইক পম্পেও নিজেকে মানবজাতির শত্রু বানিয়েছে', 'মাইক পম্পেও মানবিক মূল নীতি লঙ্ঘন করছেন'সহ বিভিন্ন শিরোনামে বেশ কয়েকটি সম্পাদকীয় প্রকাশিত হয়। সেসব সম্পাদকীয় মার্কিন কিছু রাজনীতিকের চীনের ওপর দায় চাপানোর চেষ্টা এবং মহামারি মোকাবিলায় ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর অপচেষ্টা প্রতিহত করেছে।

চীনের এসব সম্পাদকীয়র বরাত দিয়ে সিএনএন, বিবিসি, ফ্রান্স ২৪ টেলিভিশন, ইতালির রেডিও ও টেলিভিশন কোম্পানিসহ ১০০টিরও বেশি গণমাধ্যম বিভিন্ন খবর প্রচার করেছে।

সিএনএন চীনা গণমাধ্যমের বরাত দিয়ে গত ১-৩ মে টানা নয় দফায় খবর প্রকাশ করে। এক সম্পাদকীয়তে বলা হয়, রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে মাইক পম্পেও নিজেকে মানবজাতির শত্রু বানিয়েছেন।

মার্কিন ওয়াল স্ট্রিটের ওয়েবসাইটে গত ৪ মে এক প্রবন্ধে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস আসার অভিযোগ করেছেন। চীনা গণমাধ্যম তার প্রতিবাদ জানিয়েছে।

এএফপি গত ৪ মে 'চীনের গবেষণাগার থেকে করোনাসংক্রান্ত চিন্তায় পাগল মাইক পম্পেও' শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। পাশাপাশি সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রকল্পবিষয়ক নির্বাহী কর্মকর্তা মাইক রায়ান ও মার্কিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উদ্ধৃতি দিয়ে জানায়, করোনা প্রকৃতিতে সৃষ্ট, মনুষ্যসৃষ্ট বা ল্যাবের উত্পাদন নয়।

রুশ পত্রিকার ওয়েবসাইটে গত ৩ মে এক প্রবন্ধে বলে, সহযোগিতা ও সংহতি মহামারি মোকাবিলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মার্কিন রাজনীতিকরা এটা উপেক্ষা করলে ইতিহাসে অপরাধী হিসেবে চিহ্নিত হবেন।

তা ছাড়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও তুরস্কসহ অনেক দেশের প্রধান গণমাধ্যম সম্পাদকীয়র বরাত দিয়ে প্রবন্ধ প্রকাশ করেছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040