কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন গুজবের জবাব দিয়েছে চীন
  2020-05-16 19:09:18  cri

মে ১৬: যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক কোভিড-১৯ নিয়ে চীনকে অপমান করেছে। সংশ্লিষ্ট এমন অনেক গুজবের জবাব দিয়েছে চীন। গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক অভিযোগ করেন যে, চীন বিশ্বের অন্য দেশকে করোনাভাইরাসের স্ট্রেইন শেয়ার করে নি। প্রেস ব্রিফিংয়ে সিঙ্গাপুরের স্টেটস্‌ টাইমস সংবাদদাতা জিজ্ঞেস করেন, মাইক পম্পেও'র এ অভিযোগ সত্য কি না? জবাবে চীনের চিকিত্সা প্রশাসন ব্যুরোর বিজ্ঞান ও শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ লিউ তেং ফেং বলেন, চীন বরাবরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বের সঙ্গে করোনার জিন সিকোয়েন্স শেয়ার করেছে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বৈজ্ঞানিক গবেষণা জোরদার করতে যাচ্ছে।

রাশিয়া তাস বার্তা সংস্থার সংবাদদাতা উহানের পি.৪ ল্যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিদর্শনের প্রস্তাব প্রত্যাখ্যান সংক্রান্ত প্রশ্ন করেন।

জবাবে কর্মকর্তা লি মিং চু বলেন, গত জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা উহান পরিদর্শন করেছেন। দলটি ল্যাবসহ স্থানীয় চিকিত্সাসংস্থা পরিদর্শন করে এবং স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। গত ফেব্রুয়ারিতে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ বিশেষজ্ঞদল বেইজিং, সিছুয়ান, কুয়াংতোং ও উহান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা কোভিড-১৯ মহামারি পরিস্থিতি নিয়ে গবেষণা করেন।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখনও বিশেষ কোনও গবেষণাগার পরিদর্শনের দাবি জানায় নি। তাই এ কথাটা সম্পূর্ণ গুজব।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040