ব্রিটেন-ইউরোপ ভবিষ্যৎ সম্পর্কের তৃতীয় দফা আলোচনায় সীমিত অগ্রগতি অর্জিত
  2020-05-16 15:58:17  cri

মে ১৬: ব্রিটেনের ব্রেক্সিট আলোচনার প্রধান প্রতিনিধি ডেভিড ফ্রস্ট গতকাল (শুক্রবার) বলেন, এদিন অনুষ্ঠিত ব্রিটেন-ইউরোপ ভবিষ্যৎ সম্পর্কের তৃতীয় দফার আলোচনায় সীমিত অগ্রগতি অর্জিত হয়েছে। দু'পক্ষের মধ্যে বড় মতভেদ রয়েছে।

এক বিবৃতিতে ফ্রস্ট বলেন, ন্যায়সঙ্গত প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দু'পক্ষের মধ্যে বড় মতভেদ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শর্ত অনুযায়ী ব্রিটেনকে অব্যহতভাবে ইইউ'র আইন ও মানদণ্ড মেনে চলতে হবে। পরবর্তী আলোচনা ১ জুন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ইইউ থেকে বেরিয়ে যায় ব্রিটেন। এরপর সমস্যা নিরসনে ১১ মাসের অন্তর্বর্তী সময় শুরু হয়।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040