চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
  2020-05-16 15:52:02  cri

মে ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গতকাল (শুক্রবার) রাতে ফোনে কথা বলেছেন।

সি চিন পিং বলেন, বর্তমানে আফ্রিকায় দ্রুত মহামারি ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকা সরকার ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে মহামারি নিয়ন্ত্রণ করেছে। এক্ষেত্রে দেশটিকে অব্যহত সমর্থন ও যথাসাধ্য সাহায্য দেবে বেইজিং।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও আফ্রিকার মধ্যে গভীর মৈত্রী রয়েছে। আফ্রিকার দেশগুলোতে মহামারি ও অর্থনীতি মন্দায় পড়েছে। তাই এ চাপ মোকাবিলায় চীন আফ্রিকান ইউনিয়ন ও আফ্রিকার দেশগুলোকে কয়েক দফায় প্রচুর প্রতিরোধক সামগ্রী দিয়েছে ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। আফ্রিকাকে সমর্থন দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানায় বেইজিং। আফ্রিকার সঙ্গে আরও ঘনিষ্ঠ চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে চীন আগ্রহী বলে জানান সি চিন পিং।

রামাফোসা বলেন, নানা ক্ষেত্রে দু'পক্ষের অবস্থান অভিন্ন। তাইওয়ানসহ চীনের কেন্দ্রীয় স্বার্থে চীনকে সমর্থন জানায় দক্ষিণ আফ্রিকা। চীন হলো দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকান দেশের প্রকৃত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। আফ্রিকান ইউনিয়ন ও আফ্রিকার দেশগুলো জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে সমর্থন জানায় এবং মহামারি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা পালন করে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040