সন্দেহজনক মার্কিন জীববিজ্ঞান পরীক্ষাগার পরিষ্কার করা উচিত: সিআরআই সম্পাদকীয়
  2020-05-15 19:58:21  cri
মে ১৫: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সম্প্রতি মস্কোয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে চীন ও রাশিয়ার প্রতিবেশী দেশগুলোয় জীববিজ্ঞান পরীক্ষাগার ব্যবস্থাপনা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র গবেষণার বিষয় প্রকাশ করতে চায় না।

রুশ ফেডারেশন নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকলে প্লেটোনোভিচ পাত্রুশেভ বলেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র গোটা বিশ্বে ২ শতাধিক জীববিজ্ঞান পরীক্ষাগার নির্মাণ করেছে। কোন কোন পরীক্ষাগার থেকে বিপজ্জনক সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে বলেও খবর পাওয়া গেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ২০০৭ সাল থেকে ই-সিগারেট বিক্রি শুরু করে। কিন্তু 'ই-সিগারেট রোগ' সম্পর্কে গত বছরের অগাষ্ট মাসে জানা যায়।

গত মার্চ মাসে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র ডেবার্গ জীববিজ্ঞান পরীক্ষাগার কাজ পুনরায় শুরু করার নির্দেশনা জারি করে। কিন্তু ওয়েবসাইট ব্যবহারকারীরা হোয়াইট হাউসকে এর আগে পরীক্ষাগার বন্ধের কারণ প্রকাশ করার অনুরোধ জানান।

সম্প্রতি ইউক্রেনের একটি পার্টির চেয়ারম্যান ভিক্টর মেদভেদুকুক বলেন, এর আগে সেদেশে হেমোরজিক নিউমোনিয়া, কলেরা, সোয়াইন ফ্লু ও হেপাটাইটিস ছড়িয়ে পড়েছিল। বিশ্বাস করার কারণ আছে যে, এটি সেদেশে যুক্তরাষ্ট্রের গোপন ও অস্বচ্চ তত্পরতার ফল। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040