পাক সিনেটে চীনের ভূমিকার স্বীকৃতি; বেইজিংয়ের প্রশংসা
  2020-05-15 19:36:27  cri
মে ১৫: পাক সিনেটে পাকিস্তানে মহামারী প্রতিরোধে চীনের ভূমিকার স্বীকৃতি দিয়ে বিল পাস হওয়ায় বেইজিং তার প্রশংসা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, পাক সিনেটে গৃহীত বিলে পাকিস্তানকে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়। বিলে জোর দিয়ে বলা হয়, কোভিড-১৯ হলো মানবজাতির অভিন্ন শত্রু। ভাইরাসের রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করতে হবে।

মুখপাত্র বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর দু'দেশ পরস্পরকে সমর্থন করে আসছে, ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করছে। চীন বিনামূল্যে পাকিস্তানকে বিভিন্ন চিকিত্সাসামগ্রী প্রদান করেছে। দু'দেশ হলো পরস্পরের সত্যিকারের বন্ধু ও ভাই। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040