সম্পাদকীয়তে বলা হয়, গত ডিসেম্বর ও জানুয়ারি থেকে কোভিড-১৯ ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ফ্লোরিডা রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু ট্রাম্প প্রশাসন মাত্রা ১১ মার্চ ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের আকাশপথে যোগাযোগ বন্ধ করেন। দৃশ্যত, ইউরোপ থেকে পর্যটকরা কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রে ভাইরাস বহন করে নিয়ে আসে।
মাউন্ট সিনাই ইকাহন স্কুল অফ মেডিসিন'র মাইক্রোবায়োলজি ও সংক্রামক রোগের অধ্যাপক বলেন, নিউইয়র্কে কোভিড-১৯ সাধারণত ইউরোপ থেকে এসেছে। গত জানুয়ারি থেকেই সম্ভবত নিউইয়র্কে ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছিল। (ছাই/আলিম/তুহিনা)