আফ্রিকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭০ সহস্রাধিক; চীনের সহায়তা প্রশংসিত
  2020-05-15 18:46:48  cri
মে ১৫: আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গতকাল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত, আফ্রিকায় কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ছিল ৭৩ হাজার ১৭৬ জন এবং তাদের মধ্যে মোট ২৪৯৪ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ২৫ হাজার ৪৬২ জন সুস্থ হয়েছেন।

ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই চীন সরকার আফ্রিকার কয়েকটি দেশে এন্টি-মহামারী বিশেষজ্ঞদল পাঠিয়েছে। পাশাপাশি, কিছু চীনা শিল্পপ্রতিষ্ঠানও আফ্রিকায় এন্টি-মহামারী সামগ্রী দান করেছে, যা আফ্রিকায় প্রশংসিত হয়।

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক জন কেনসং সংবাদমাধ্যমকে জানান, আফ্রিকার ৫৪টি দেশের সবকটি এই মহামারীর কবলে পড়েছে। এর মধ্যে উত্তর আফ্রিকার অবস্থা সবচেয়ে মারাত্মক। এখানে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৪০০ জন। আফ্রিকার পশ্চিমাঞ্চলে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৬০০ জন।

মহামারী রোধ ও নিয়ন্ত্রণের জন্য কিছু আফ্রিকান দেশ আরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করে চলেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040