মহামারী চলাকালে চীনে ১৮ কোটি শিক্ষার্থী অনলাইনে শিক্ষা গ্রহণ করেছে
  2020-05-15 18:46:01  cri
মে ১৫: চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বেসিক শিক্ষা বিভাগের মহাপরিচালক ল্যু ইয়ু কাং ১৪ মে বেইজিংয়ে জানান, মহামারীর প্রেক্ষাপটে চীনে দেশজুড়ে ১৮ কোটি শিক্ষার্থী অনলাইনে শিক্ষা গ্রহণ করেছে।

চীনা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক উ ইয়ান বলেন, এসময় চীনের উচ্চশিক্ষা অনলাইন শিক্ষার অভিজ্ঞতা লাভ করেছে। এই প্রক্রিয়ায় বিদ্যালয়গুলোতে ইংরেজি শিক্ষার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে রয়েছে ৩০২টি ইংরেজি কোর্স, যা ওষুধ ও মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, অর্থনৈতিক বিকাশ, বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল সিমুলেশন পরীক্ষাসহ আটটি ক্ষেত্রের সঙ্গে জড়িত ।

ইউনেস্কোর বিজ্ঞান নীতি ও ক্যাপাসিটি বিল্ডিং বিভাগের পরিচালক শ্রীমতি পেই কি বলেন, চীনা অনলাইন শিক্ষাদান প্ল্যাটফর্ম শুধু চীনা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর, তা নয়; বরং তা গোট বিশ্বের জন্যও উপকারী।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন নির্দেশিকা বিশেষজ্ঞ গোষ্ঠীর প্রধান ও অধ্যাপক ইয়্যু সিনচিয়ে বলেন, বিশ্বব্যাপী মহামারী এখনও চলছে । অনলাইন শিক্ষাকে 'স্বাভাবিক' মনে করা হচ্ছে। পাশাপাশি, অনলাইন ও অফলাইন মিশ্র শিক্ষার পাঠদান মডেলটি সাধারণ প্রবণতায় পরিণত হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040