ট্রাম্প প্রশাসন মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের পথে বড় বাধা সৃষ্টি করেছে: বিদেশি গণমাধ্যম
  2020-05-15 18:45:07  cri
মে ১৫: যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের সিনিয়র গবেষক মাইকেল এইচ ফুচস ১২ মে এক প্রবন্ধে বলেছেন, মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের পথে ট্রাম্প প্রশাসন বড় বাধা সৃষ্টি করেছে।

নিবন্ধে বলা হয়, মহামারী মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের দুর্বলতা কেবল যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে অসংখ্য মৃত্যুর ঘটনার জন্য দায়ী, তা নয়; বরং তা বিশ্বব্যাপী মহামারী মোকাবিলার কাজটিকেও কঠিন করে তুলেছে।

নিবন্ধে আরও বলা হয়, এই মহামারী সমস্ত মানবজাতির সংকট। এই সংকটময় মুহূর্তে, বিশ্বের সকল দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা দরকার। অথচ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের পথে বড় বাধা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে।

নিবন্ধে বলা হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব অনুসারে, মহামারীর কারণে মারাত্মক দুর্ভিক্ষের ঘটনা ঘটতে পারে। এতে আরও বেশি লোকের জীবন যাবে। যুক্তরাষ্ট্রের উচিত এই মহামারী মোকাবিলায় নিজের নেতৃস্থানীয় ভূমিকা পালন করা।(ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040