বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের পদ ছাড়ার ঘোষণা
  2020-05-15 18:02:17  cri
মে ১৫:গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাবলিউটিও)-র ১৬৪টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে এক ভিডিও-সম্মেলনে সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ৩১ অগাস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়বেন।

ভিডিও-সম্মেলনে তিনি ডাবলিউটিও'র সদস্যদের কাছে যত দ্রুত সম্ভব তার উত্তরাধিকারী নির্বাচন করার প্রস্তাব দেন, যাতে মহামারীর কারণে আগামী বছরে পিছিয়ে দেওয়া ডাবলিউটিও'র ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া যায়।

তিনি আরও বলেন, ডাবলিউটিও নিখুঁত নয়। তবে এর প্রয়োজন আছে। এর কল্যাণেই বিশ্ববাণিজ্যে এক ধরনের স্থিতিশীলতা বজায় রয়েছে।

উল্লেখ্য, আজেভেদো ১৯৫৭ সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৭ সালে তিনি এ পদে পুনর্নির্বাচিত হন। তার কার্যমেয়াদ ২০২১ সালের ৩১ অগাস্ট শেষ হবার কথা ছিল। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040