একশ্রেণির মার্কিন রাজনীতিবিদ প্রায়ই বাজে কথা বলে থাকেন: চীনা মুখপাত্র
  2020-05-15 14:00:58  cri
মে ১৫: একশ্রেণির মার্কিন রাজনীতিবিদ প্রায়ই ভিত্তিহীন ও বাজে কথা বলতে অভ্যস্ত। তাদের উদ্দেশ্য অন্যদেশের বদনাম করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা সহকারী ও'ব্রায়ানের সাম্প্রতিক মিথ্যা অভিযোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চীনা মুখপাত্র বলেন, বিগত ২০ বছরে চীন পাঁচ বার বিশ্বে মহামারী ছড়িয়েছে বলে ও'ব্রায়ান যে অভিযোগ করেছেন, তা প্রমাণের দায় তার নিজের।

মুখপাত্র বলেন, '২০০৯ সালে সোয়াইন ফ্লু যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়েছিল, তা সবাই জানে। আমরা সর্বদা বিশ্বাস করি যে, মহামারীর কোনো সীমান্ত নেই। মহামারী মানবজাতির অভিন্ন শত্রু। মহামারীর সময়ে মার্কিন রাজনীতিবিদদের উচিত নয় নিজেদের দায়িত্ব এড়িয়ে শুধু অন্য দেশকে দোষ দেওয়া। তাদের উচিত ভাইরাস প্রতিরোধে সময় ও সামর্থ্য ব্যয় করা । (স্বর্ণা/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040