চীনের বিরুদ্ধে মার্কিন অপবাদ বন্ধের আহ্বান বেইজিংয়ের
  2020-05-15 14:00:24  cri
মে ১৫: যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং চীনের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

সম্প্রতি এক খবরে বলা হয়, মহামারী নিয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ ও মামলা করেছে, চীন তা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। এর উল্টা জবাবে চীন কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় মুখপাত্র চাও লি চিয়ান বলেন, মহামারী প্রতিরোধে মার্কিন কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এবং মার্কিন জনগণকে হতাশ করেছে। অথচ মার্কিন প্রশাসন নিজের দায়িত্ব অস্বীকার করে অন্য দেশের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। কিছুদিন আগে মার্কিন গণমাধ্যম রিপাবলিকান পার্টির একটি স্মারক প্রকাশ করেছে, সেখানে চীনকে আক্রমণ করে মহামারী মোকাবিলার কৌশল বর্ণনা করা হয়েছে। অথচ মার্কিন প্রশাসনের উচিত নিজ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নজর দেওয়া।

মার্কিন কোন সত্তা ও ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে চা লি চিয়ান বলেন, 'এই মুহূর্তে আমার আর কোনও মন্তব্য নেই।' (স্বর্ণা/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040