যুক্তরাষ্ট্রের ভাইরাস প্রতিরোধ কাজ জটিল অবস্থায় পড়ে গেছে: সিআরআই সম্পাদকীয়
  2020-05-14 19:08:15  cri
মে ১৪: বর্তমনে গোটা বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। এসময় রাজনীতি ও বিজ্ঞানের মধ্যে মতভেদ মোকাবিলা হলো কেন্দ্রীয় বিষয়। ভালভাবে মোকাবিলা করা হলে ভাইরাস নিয়ন্ত্রিত হবে এবং সমাজ ও অর্থনীতির ভয়াবহ ক্ষতি হবে না।

সম্প্রতি সিঙ্গাপুরের সরকারি বিশ্ববিদ্যালয়ের পূর্ব গবেষণালয়ের অধ্যাপক চেং ইয়ং নিয়ান তুলনামূলক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পূর্ব ও পশ্চিম দেশগুলোর ভাইরাস প্রতিরোধের প্রতি দৃষ্টিভঙ্গির ব্যবধান নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, রাজনীতি বিজ্ঞানের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার গুরুত্বপূর্ণ কারণ।

অধ্যাপক চেং ইয়ং নিয়ান বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার পর মার্কিন রাজনীতিবিদদের অযৌক্তিক আচরণ ছিল নজর কাড়ার মতো। ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে মার্কিন সরকার প্রশাসনিক শক্তির ওপর বেশি গুরুত্ব দিতে থাকে। তাঁরা নিজের দেশের তথ্য সংস্থা, জনস্বাস্থ্য ক্ষেত্রের ব্যক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের কোনো সতর্কতা ও প্রস্তাব বিবেচনা করেননি। সেজন্য ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে।

মার্কিন রাজনীতিবিদরা বিজ্ঞানীদের প্রস্তাব বিবেচনা করেন না এবং বিজ্ঞানীদেরকে আসল কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তাঁরা চরমভাবে চীনের সঙ্গে বিজ্ঞান গবেষণার সহযোগিতায় বাধা দেন। তাঁরা আন্তর্জাতিক সমাজের বিজ্ঞান মহলের গবেষণার প্রশ্নে সৃষ্ট মতৈক্য বিবেচনা করেন না, কিন্তু কোভিড-১৯ চীনা পরীক্ষাগারে তৈরি হয়েছে বলে মিথ্যাচার করেন।

যদি মার্কিন রাজনীতিবিদরা ভাইরাস প্রতিরোধ করার চেষ্টা করতেন, তাহলে এতো ভুল করতেন না। তাদেরকে এতো বেশি মিথ্যা কথাও বলতে হতো না। তা ছাড়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে বহু মার্কিনির জীবনও বাঁচানো সম্ভব হতো। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040