নির্বিচারে সবকিছু খুলে দিলে ভাইরাস দ্বিগুণ শক্তি নিয়ে আঘাত হানতে পারে: মার্কিন বিশেষজ্ঞের হুঁশিয়ারি
  2020-05-14 18:31:52  cri
মে ১৪: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ গবেষণালয়ের পরিচালক ডক্টর আন্থোনিও ফাউচি গত মঙ্গলবার ওয়াশিংটনে এক কংগ্রেসনাল শুনানিতে হুঁশিয়ার করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য যদি পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না-করেই সবকিছু দ্রুত খুলে দেয়, তবে তা হবে মারাত্মক ভুল।

সিনেটের শুনানিতে তিনি বলেন, কিছু অঞ্চল, রাজ্য বা শহর যদি সময়ের আগে বা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না-করেই অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করে, তবে মহামারী আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে প্রকৃত মৃতের সংখ্যা কর্তৃপক্ষের হিসাবের চেয়ে বেশি হতে পারে। কারণ, স্বাস্থ্য বিভাগ অনেক চাপের মধ্যে আছে। অনেক রোগী কোভিড রোগী হিসেবে নিবন্ধিত হবার আগেই মারা গেছেন।

এর আগে হোয়াইট হাউস বলেছিল যে, শরত্কালীন সেমিস্টার শুরুর আগে স্কুল ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ১০ কোটি টিকা দেওয়া হবে। ফাউচি বলেন, টিকা আবিষ্কারে বেশি সময় লাগবে। এমনকি, আবিষ্কৃত টিকা কাজে আসবে কি না তাও বলা মুশকিল। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040