কোভিড-১৯ কিভাবে হোয়াইট হাউসে সংক্রমিত হচ্ছে?
  2020-05-14 14:38:08  cri
মে ১৪: ১১ মে থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে সকল কর্মীকে মাস্ক পরার নির্দেশ দেন। এর আগে বেশ কয়েকজন কর্মকর্তা কোভিড-১৯-এ সংক্রমিত হওয়ার কারণে হোয়াইট হাউস প্রতি সপ্তাহে একবার এবং আরও পরে প্রতিদিন কর্মীদের ভাইরাস টেস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে বোঝা যাচ্ছে যে, হোয়াইট হাউসের অবস্থা গুরুতর। প্রশ্ন হচ্ছে: কোভিড-১৯ কিভাবে হোয়াইট হাউসে প্রবেশ করেছে?

আসলে যুক্তরাষ্ট্র এর আগে অধিকাংশ পাশ্চাত্য দেশের মতো মনে করেছিল যে, শুধু আক্রান্তদের মাস্ক পরতে হয়। গত এপ্রিল মাসের প্রথম দিকে সেদেশে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৩ লাখেরও বেশি ছিল। এ পর্যন্ত মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র ভাইরাস প্রতিরোধের নতুন ব্যবস্থা হিসেবে পাব্লিক স্থানে মাক্স পরতে বলেছে। যদিও এ ব্যবস্থা সময়মতো নেওয়া হয়নি, তবুও গত ৩ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প মাক্স পরার ব্যবস্থাকে ব্যক্তির ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছিলেন। তবে তিনি নিজে মাক্স পরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

মে মাসের প্রথম দিকে হোয়াইট হাউসের রোগ নিয়ন্ত্রণ গ্রুপের প্রকাশিত ভাইরাস নির্দেশিকা বিবেচনা না করেই তিনি অর্থনীতি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের ভারাইস প্রতিরোধ কর্ম গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য ও জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ গবেষণালয়ের প্রধান অ্যান্থোনিও ফাউচি ১২ মে বলেন, যুক্তরাষ্ট্র পুরোপুরি ভাইরাস নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু বর্তমানে হোয়াইট হাউসের কর্মীদের মাস্ক পরতে বলা হয়েছে। এটা ভালো খবর নয়। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040