কোভিড-১৯ অদৃশ্য না হওয়ার সম্ভাবনা আছে: হু
  2020-05-14 14:31:40  cri
মে ১৪: কোভিড-১৯ মানবসমাজে স্থায়ী আসন গেড়ে বসতে পারে। তা ছাড়া, কোভিড-১৯-কে পরাজিত করতে কেমন সময় লাগবে, সে সম্পর্কেও ধারণা করা মুশকিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র কর্মকর্তা মাইকেল রায়ান গতকাল (বুধবার) জেনিভায় আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি এইডসের উদাহরণ টেনে বলেন, এইডস অদৃশ্য হয়নি; কিন্তু মানবজাতি এটি প্রতিরোধের উপায় খুঁজে পেয়েছে। এখন আর আগের মতো এইডস নিয়ে ভয় নেই। আশা করা যায় যে, নভেল করোনাভাইরাসের টিকা দ্রুত আবিষ্কার হবে।

সাংবাদিক সম্মেলনে হু'র আরেক কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ বলেন, কোনো কোনো দেশে ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে সমাজকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040