ভারতের বৃহত্তম বস্তিতে হাজারেরও বেশি লোক কোভিড-১৯ রোগে আক্রান্ত
  2020-05-14 13:36:36  cri
মে ১৪:মুম্বাইয়ের ধারাভি বস্তিতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১০২৮ জন এবং তাদের মধ্যে ৪০ জন মারা গেছেন। ভারতের মুম্বাইয়ের সরকার প্রশাসন বিভাগের সূত্র থেকে গতকাল (বুধবার) এ তথ্য পাওয়া গেছে।

পহেলা এপ্রিল কোভিড-১৯ রোগে সংক্রমণের প্রথম রিপোর্ট পাওয়ার পর থেকে ধারাভি বস্তিতে মহামারী পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। স্থানীয় সরকার ওই জায়গাকে মহামারীর গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে নির্ধারণ করেছে। ধারাভি বস্তি হলো ভারতের বৃহত্তম দরিদ্র লোকের জনবসতি এলাকা।

ভারতের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত ভারতে মোট ৭৪২৮১ লোক কোভিড-১৯ রোগে আক্রান্ত হন এবং তাদের মধ্যে ২৪৩৮৫ জন সুস্থ হয়েছেন, এবং মারা গেছেন ২৪১৫ জন। মুম্বাই হলো ভারতে মহামারী-উপদ্রুপ সবচে গুরুতর অঞ্চল এবং মোট ১৪৯৪৭ লোক এ রোগে আক্রান্ত হয়েছেন। এখানে ৫৫৬ জন মারা গেছেন। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040