জনস্বাস্থ্য খাতে অসমতা কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার অন্যতম কারণ: হু
  2020-05-14 13:36:15  cri
মে ১৪: গতকাল (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বলেন, জনস্বাস্থ্য খাতে বিদ্যমান অসমতা কোভিড-১৯ মহামারীর দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

এদিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সবার স্বাস্থ্য রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। এবার মহামারী থেকে প্রমাণিত হয়েছে যে, সকল দেশের উচিত শক্তিশালী জনস্বাস্থ্য খাত ও স্বাস্থ্যসেবা-ব্যবস্থা জোরদার করা। কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এটা হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহণকারীরা শুধু কোভিড-১৯ মহামারীকে পরাজিত করার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন, তা নয়; বরং বিভিন্ন দেশে শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তুলতেও পরামর্শ করবেন বলে আশা করা যায়। জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিরাপত্তা যেন এক মুদ্রা দুই পিঠ। এ দুটি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো না-হলে সমাজ, অর্থনীতি ও রাজনীতিও ক্ষতিগ্রস্ত হবে। কোভিড-১৯ মহামারী তা প্রমাণ করেছে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040