বিয়ন্ড (beyond)
  2020-05-13 17:04:14  cri

বিয়ন্ড (beyond), চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি রক সঙ্গীত ব্যান্ড। ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ব্যান্ডের চার সদস্য হলেন হুয়াং জিয়া জুই, হুয়াং কুয়ান জুং, হুয়াং চিয়াং ছিয়াং এবং ইয়ে সি রুং।

১৯৮৩ সালে ব্যান্ডটি একটি গিটার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। এর মাধ্যমে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে পরিচিত হয়। ১৯৮৬ সালে ব্যান্ডটি নিজের খরচেই ব্যান্ডের প্রথম অ্যালবাম 'বিদায়, আদর্শ' প্রকাশ করে। 'বিদায়, আদর্শ' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের কথা এমন: "একাই রাস্তার পাশে বসে আছি, ঠান্ডা বাতাস আমাকে জাগিয়ে তুলেছে। আমার সঙ্গে শুধু আমার ছায়া। শুধুই আমার গিটার কোলে আঁকড়ে ধরি। এমন মূহূর্তে আগের কথাগুলো মনে ভেসে ওঠে।"

১৯৮৮ সালে বিয়ন্ড ব্যান্ড-এর ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'গোয়েন্দা পুলিশ' প্রকাশের পর হংকংয়ের সঙ্গীতমহলে ব্যান্ডের নাম ছড়িয়ে পড়ে।

১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ব্যান্ডটি 'ভূমি', 'সত্যি তোমাকে ভালোবাসি' , 'উজ্জ্বল সময়পর্ব' এবং 'আমানি' শীর্ষক গানের জন্য বিভিন্ন পুরস্কার জিতে নেয়। এখন শুনুন 'ভূমি' নামের গানটি। গানের কথা এমন: "সেইসব সবুজ পথে, কত দুঃখ আছে। সেই বৃদ্ধ মুখে, সময়ের দাগ রাখা আছে। যুববয়সে মনে কতো কষ্ট থাকে। গতকাল বিদায়ের কথা স্মরণ করি আমি, কষ্ট হলেও সময় পার হয়ে যায়। বাবার হাসিমুখ দেখে হঠাত্ কিছুই বলতে পারিনি।"

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বিয়ন্ডের আরেকটি গান, গানের নাম 'সত্যি তোমাকে ভালোবাসি'। গানটি ১৯৮৯ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। গানে প্রধানত মায়ের ভালোবাসার প্রশংসা করা হয়েছে। গানের কথায় মায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশিত হয়েছে। 'সত্যি তোমাকে ভালোবাসি' গানের মাধ্যমে ব্যান্ডের প্রধান গায়ক হুয়াং জিয়া জুই মা দিবসে নিজের মাকে সুন্দর শুভেচ্ছা জানান। এখন শুনুন গানটি।

১৯৯১ সালে বিয়ন্ড ব্যান্ড চলচ্চিত্র 'বিয়ন্ড-এর ডায়ারি'-তে অভিনয় করে। একই বছরের সেপ্টেম্বর মাসে হংকংয়ে ব্যান্ডটি কনসার্ট আয়োজন করে।

১৯৯২ সালে বিয়ন্ড নিজের কাজ জাপানে সম্প্রসারণ করে। ১৯৯৩ সালে বিয়ন্ড ব্যান্ড 'প্রশস্ত সমুদ্র ও আকাশ' নামের গানটির জন্য 'টপ টেন চায়নিস গোল্ড সংস অ্যাওয়ার্ড' লাভ করে।

১৯৯৩ সালের ৩০ জুন, ব্যান্ডের প্রধান কন্ঠশিল্পী হুয়া জিয়া জুই মঞ্চে অভিনয়ের সময় এক দুর্ঘটনায় মারা যান। এরপর ব্যান্ডের সদস্যসংখ্যা তিনে নেমে আসে।

১৯৯৪ সালে বিয়ন্ড আরেকটি অ্যালবাম 'দু'তলার আসন' প্রকাশ করে। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিয়ন্ড একাধিক অ্যালবাম প্রকাশ করে। এর মাধ্যমে ব্যান্ডের সঙ্গীতের স্টাইলও পরিবর্তন হয়।

২০০৫ সালে বিয়ন্ড ব্যান্ড আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয়া হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড বিয়ংড-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040