১৯৭৬ সালে ওয়াং ফেং বেহালা শিখতে শুরু করেন। ১৯৮৮ সালে চীনের হংকং বিশেষ অঞ্চল এবং তাইওয়ান প্রদেশের কন্ঠশিল্পীদের প্রভাবে তিনি নিজেই গান রচনা করা শুরু করেন।
১৯৯৪ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় ওয়াং ফেং অন্য কয়েকজন সহপাঠীর সঙ্গে 'পাও চিয়া চিয়ে ৪৩ নম্বর' নামের একটি রক সঙ্গীত ব্যান্ড গঠন করেন। ১৯৯৭ ও ১৯৯৮ সালে ব্যান্ডটি 'পাও চিয়া চিয়ে ৪৩ নম্বর' এবং 'ঝড় আসছে' শীর্ষক দুটি অ্যালবাম প্রকাশ করে।
২০০০ সালে ওয়াং ফেং ওনার রেকর্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তাঁর প্রথম ব্যক্তিগত অ্যারবাম 'ফুল ও আগুন' প্রকাশিত হয়।
২০০২ সালের ফেব্রুয়ারি মাসে, ওয়াং ফেং চীনের রক সঙ্গীত মহলের কন্ঠশিল্পী ছুই চিয়ান এবং সঙ্গীত ব্যান্ড থাং ছাও-এর সঙ্গে চীনের থিয়ান চিন শহরে বড় আকারের রক সঙ্গীত কনসার্ট আয়োজন করেন।
২০০২ সালের ১৮ নভেম্বর, ওয়াং ফেং-এর দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসা একটি সুখের গুলি' বাজারে আসে।
২০০৪ সালের জুন মাসে, ওয়াং ফেং-এর তৃতীয় অ্যালবাম 'হাসতে হাসতে কাঁদবো' রিলিজ হয়। একই বছরের ১৭ সেপ্টেম্বর, তিনি এবং তাঁর আগের ব্যান্ড পাও চিয়া চিয়ে ৪৩ নম্বর-এর কয়েকজন সদস্য বেইজিংয়ে একটি কনসার্ট আয়োজন করেন।
২০০৫ সালের ২৮ ডিসেম্বর, ওয়াং ফেং-এর চতুর্থ অ্যালবাম 'ফোটা জীবন' বাজারে আসে। একই বছরের ৩১ ডিসেম্বর ওয়াং ফেং শেন চেন শহরে তাঁর নববর্ষের কনসার্ট আয়োজন করেন।
২০০৭ সালের ১০ মে ওয়াং ফেং নিজের নতুন গান 'সাহসী হৃদয়' নিয়ে নতুন সঙ্গীত কোম্পানী তা কুও ওয়েন হুয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০৭ সালের ৯ জুন, ওয়াং ফেং-এর পঞ্চম অ্যালবাম 'সাহসী হৃদয়' বাজারে আসে।
২০০৮ সারের ১৯ জানুয়ারি, ওয়াং ফেং বেইজিংয়ে 'বেইজিং বেইজিং' নামের কনসার্ট আয়োজন করেন।
২০০৯ সালের ১৯ মে, ওয়াং ফেং-এর নতুন গান 'বসন্তকালে' বাজারে আসে। একই বছরের ৩১ জুলাই, ওয়াং ফেং-এর নতুন অ্যালবাম 'আস্থা বাতাসে উড়ছে' রিলিজ হয়।
২০১০ সালের ১০ এপ্রিল, 'আস্থা ২০১০' নামের কনসার্ট আয়োজন করেন ওয়াং ফেং।
২০১৭ সালের ১৫ অগাস্ট ওয়াং ফেং-এর প্রথম মিউজিক্যাল ভিডিও রিলিজ হয়।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)