অর্থনৈতিক প্রণোদনা পরিকল্পনা ঘোষণা করেছে ভারত; দেশজুড়ে বাড়ছে লকডাউন
  2020-05-13 15:10:59  cri
মে ১৩:গতকাল (মঙ্গলবার) রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টেলিভিশন ভাষণে বলেন, ভারত ২০ ট্রিলিয়ন রুপি বা প্রায় ২৬৭ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণের ধারাবাহিক অর্থনৈতিক প্রণোদনা পরিকল্পনা ঘোষণা করবে। পাশাপাশি দেশজুড়ে লকডাউন ব্যবস্থা আরেক দফা বাড়ানো হবে। সংশ্লিষ্ট তথ্য ও ব্যবস্থা অর্থ মন্ত্রণালয় প্রকাশ করবে।

এর আগে গত ২৬ মার্চ ২৩ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণের একটি ত্রাণ পরিকল্পনা ঘোষণা করা হয়।

মহামারীর বিস্তার ঠেকাতে ভারতে প্রায় ৫০ দিন ধরে লকডাউন ব্যবস্থা কার্যকর রয়েছে এবং এতে অর্থনীতির ওপর বিরাট আঘাত আসতে পারে। আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে শূন্য এবং সম্ভবত সার্বভৌম রেটিং কমার আশঙ্কা আছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040