দায়িত্ব এড়াতে চীনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে মার্কিন সরকার: গ্রেজোন সম্পাদক
  2020-05-13 15:07:06  cri

মে ১৩: রোববার মার্কিন গবেষণামূলক ওয়েবসাইট গ্রেজোন-এর সম্পাদক ম্যাক্স ব্লুমেন্থাল চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সরকার চীনের দেওয়া তথ্য উপেক্ষা করে বর্তমানে সেদেশে মহামারী ব্যাপকভাবে প্রসার ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতি অবনতির পর চীনের ওপর দোষ চাপিয়ে কোনও লাভ নেই বলে তিনি মনে করেন।

ব্লুমেন্থাল বলেন, ১ জানুয়ারি থেকে চীন নিয়মিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোকে মহামারীসংশ্লিষ্ট নানা তথ্য জানিয়েছে। এসব তথ্য মার্কিন সরকার বরাবর উপেক্ষা করেছে। 'সবকিছু নিয়ন্ত্রণে আছে' এমন কথা বলতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি জানুয়ারি মাসের শুরুতে চীনের মহামারী প্রতিরোধ কাজের প্রশংসাও করেন তিনি। কিন্তু, বর্তমানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য একেবারে ভিন্ন।

ব্লুমেন্থাল বলেন, যুক্তরাষ্ট্র এখন একতরফাভাবে চীনের সঙ্গে চিকিৎসা তথ্য বিনিময় ও সহযোগিতা বিচ্ছিন্ন করেছে। কিন্তু, বর্তমানে চীনের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে মার্কিন চিকিৎসকদের মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা শেখা খুব প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যখন মার্কিন প্রশাসন আবিষ্কার করে যে, দেশের মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন তারা দায় এড়ানোর উপায় বের করে। ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে 'নভেল করোনাভাইরাস চীনের গবেষণাগার থেকে এসেছে'- এমন ষড়যন্ত্র তত্ত্ব সৃষ্টি হয়। তবে এই ভিত্তিহীন তত্ত্বের কড়া সমালোচনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এর মধ্যে রয়েছেন খোদ্ মার্কিন বিখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের নভেল করোনাভাইরাস কর্মগ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য ড. অ্যান্থোনি ফাউচি।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040