পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৩৫ লাখ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়ছেন: হু
  2020-05-13 14:07:56  cri
মে ১৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোভিড-১৯ রোগে মোট ২ লাখ ৭৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৯১৪১জন মারা গেছে। এ অঞ্চলে হু'র আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আহমেদ মান্দারি মঙ্গলবার কায়রোতে এক ভিডিও কনফারেন্সে জানান, এ অঞ্চলের প্রায় ৩৫ লাখ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন।

মান্দারি সাংবাদিক সম্মেলনে তাদের স্বাস্থ্য রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, মহামারী শুরু হলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ১ থেকে ২০ শতাংশ চিকিৎসাকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের গড় বয়স ৩৫ বছর, নারীদের সংক্রমণের হার বেশি।

তিনি আরও বলেন, মহামারী চলাকালীন স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ অনেক বেশি। কাজের প্রচণ্ড চাপের পাশাপাশি কখনও বৈষম্যের শিকার হতে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হু আবারও সব স্বাস্থ্যকর্মীদের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানায়।

(স্বর্ণা/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040