গুজব নিয়ে ব্যস্ত মার্কিন রাজনীতিবিদরা প্রাকৃতিক দুর্যোগকে মানব বিপর্যয়ে পরিণত করছেন: সিআরআই সম্পাদকীয়
  2020-05-12 18:32:25  cri
মে ১২: যে চীন সম্পর্কে সত্যি কথা বলবে, তাকে শাস্তি দেওয়া হবে বা হচ্ছে। চীনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাক্স বোকাস সম্প্রতি সিএনএন'কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে অনেক মার্কিনি জানে যে, চীনের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও দায়িত্বহীন। কিন্তু তাঁরা বলার সাহস পায় না। এখন ম্যাককারথিজম সময় ফিরে আসবে বলে মনে হচ্ছে।

ম্যাককারথিজম সময় হলো গত শতাব্দীতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের চরম অন্ধকার সময়। তখন যুক্তরাষ্ট্রে একটি চরম কমিউনিস্ট-বিরোধী ও গণতন্ত্রবিরোধী রাজনৈতিক প্রবাহ চলিছিল।

বর্তমানে সেদেশে কোভিড-১৯-এ আক্রান্ত সংখ্যা প্রায় ১৩.৫ লাখ এবং মৃতের সংখ্যা ৮০ হাজারেরও বেশি। গত এপ্রিলে নগরের কর্মসংস্থান ২.০৫ কোটি কমেছে।

৯৬ বছর বয়সী ম্যাক্স বলেন, মার্কিন-চীন সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত ৪০ বছর ধরে দ্বিপক্ষীয় সহযোগিতা চলেছে। এসময় দু'দেশের অভিন্ন স্বার্থ অর্জিত হয়। যখন দুই দেশের মধ্যে বিরোধিতা হয়, তখন উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। দু'দেশের উচিত বন্ধু হওয়া, শত্রু বা প্রতিদ্বন্দ্বী না-হওয়া। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040