কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় দফা সংক্রমণ সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-05-12 14:58:50  cri
মে ১২: সম্প্রতি অনেক দেশ কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ করার পর বিভিন্ন ব্যবস্থা পর্যায়ক্রমে শিথিল করছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বিভিন্ন দেশকে এ মহামারীর দ্বিতীয় দফা সংক্রমণের বিষয়ে সতর্ক থাকা এবং প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির মহাপরিচালক ভিডিও কনফারেন্সে বলেন যে, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, খুব কম মানুষের দেহেই কোভিড-১৯ রোগের অ্যান্টিবডি আছে। অর্থাৎ বেশিরভাগ মানুষ এখনও ভাইরাসে আক্রান্ত হতে পারে। টিকা উদ্ভাবনের আগে, ব্যাপক নিয়ন্ত্রণ ব্যবস্থাই হচ্ছে ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, নিয়ন্ত্রণ শিথিল করার তিনটি পূর্বশর্ত জানিয়েছে হু। প্রথমত, মহামারী নিয়ন্ত্রণে রয়েছে কিনা; দ্বিতীয়ত, ব্যবস্থা শিথিল হওয়ার পর মহামারী পুনরায় শুরু হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রস্তুত আছে কিনা; তৃতীয়ত, জনস্বাস্থ্য নিরীক্ষণ ব্যবস্থা আক্রান্ত রোগী সনাক্ত করা ও তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগকারী লোকজনকে খুঁজতে পারবে কিনা।

মহাপরিচালক বলেন, বিদ্যালয় পুনরায় শুরু করার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। প্রথমত, শিশুদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়া এবং সংক্রমণের তীব্রতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা; দ্বিতীয়ত, বিদ্যালয়ের চারপাশে মহামারীর অবস্থা গুরুতর কিনা; তৃতীয়ত, বিদ্যালয় মহামারী কতটা ভালোভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারবে— তা বিবেচনা করা।

(স্বর্ণা/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040