রাশিয়া ধীরে ধীরে বিধিনিষেধ প্রত্যাহার করবে: পুতিন
  2020-05-12 12:13:21  cri
মে ১২: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার ঘোষণা করেন যে, রাশিয়ার জাতীয় ছুটি শেষ হবে এবং ধীরে ধীরে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

পুতিন সেদিন এক টেলিভিশন ভাষণে বলেন, মঙ্গলবার থেকে কোভিড-১৯ রোগ প্রতিরোধ কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং বিধিনিষেধ প্রত্যাহার করা শুরু হবে, তবে তা একসঙ্গে করা হবে না এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষা ও আর্থিক সমর্থনের জন্য নতুন ব্যবস্থা নেওয়া হবে।

পুতিন বলেন, ৩০শে মার্চ থেকে শুরু হওয়া জাতীয় ছুটি ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এ পদক্ষেপ কোভিড-১৯ মহামারীর প্রসার কমিয়ে দিয়েছে এবং রাশিয়াকে তার স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য সময় দিয়েছে। তিনি বলেন, জাতীয় ছুটি শেষ হলেও মহামারী প্রতিরোধের লড়াই অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রাশিয়ায় প্রতিদিন ১ লাখ ৭০ হাজার মানুষের ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। মে মাসের মাঝামাঝি সময়ে তা ৩ লাখে উন্নীত হবে।

পুতিন বলেন, বর্তমানে রাশিয়ার প্রধান কাজ হচ্ছে বেকারত্বের হার কমানো। বর্তমানে সরকার নিবন্ধিত বেকারের সংখ্যা ১৪ লাখ, যা এপ্রিলের চেয়ে দ্বিগুণ হয়েছে। অর্থনীতি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তিনি আরও ঘোষণা করেন, শিশু, চিকিৎসাকর্মী ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মচারীদের পরিবারকে ভর্তুকি দিতে হবে।

রাশিয়া থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গতকাল সোমবার কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১১,৬৫৬জন বেড়ে হয়েছে ২২১,৩৪৪জন।

(স্বর্ণা/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040