তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য কমিটি'র উদ্যোগে হুনান, হ্যপেই ও ছংছিংয়ের স্বাস্থ্য কমিটির বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপটি গড়ে তোলা হবে। এর মধ্যে জিম্বাবুয়ের উদ্দেশে বিশেষজ্ঞ গ্রুপ সোমবার সকালে রওয়ানা হয়েছে। অন্য দু'টি গ্রুপ অচিরেই যাবে। (ছাই/আলিম/তুহিনা)
তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য কমিটি'র উদ্যোগে হুনান, হ্যপেই ও ছংছিংয়ের স্বাস্থ্য কমিটির বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপটি গড়ে তোলা হবে। এর মধ্যে জিম্বাবুয়ের উদ্দেশে বিশেষজ্ঞ গ্রুপ সোমবার সকালে রওয়ানা হয়েছে। অন্য দু'টি গ্রুপ অচিরেই যাবে। (ছাই/আলিম/তুহিনা)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |