'মহামারী মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করেছে হোয়াইট হাউস'
  2020-05-11 18:47:18  cri
মে ১১: গতকাল (রোববার) পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি রাজ্য কমবেশি উন্মুক্ত হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও নিরাপত্তা কেন্দ্রের পরিচালক টম ইংলসবি সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, যদি যুক্তরাষ্ট্র সার্বিকভাবে লকডাউন তুলে নেয়, তবে তিন ভাগের এক ভাগ মার্কিন নাগরিক সংক্রমণের ঝুঁকির সম্মুখীন হবে।

ট্রাম্প বলেছিলেন, টিকা আবিষ্কার না-হলেও ভাইরাস একসময় প্রাকৃতিকভাবে শেষ হবে। এ সম্পর্কে ইংলসবি বলেন, যুক্তরাষ্ট্র এখনও মহামারীর প্রাথমিক পর্যায়ে আছে। পরীক্ষা ও প্রতিরোধের সামর্থ্য উন্নয়নের পাশাপাশি টিকা হলো ভাইরাস প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায়।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সম্প্রতি সেদেশের অর্থনীতি খুলে দেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে ১৭ পৃষ্ঠার একটি প্রস্তাবনা প্রকাশ করে। এতে বিদ্যালয়সহ বিভিন্ন স্থান পুনরায় খোলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু হোয়াইট হাউস এটি বিবেচনা করেনি।

মার্কিন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট রোববার বলেন, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ১৪.৭ শতাংশ। কোভিড-১৯-এর নেতিবাচক প্রভাবে ভবিষ্যতে সেদেশের বেকারত্বের হার হবে ২০ শতাংশ। এ ছাড়াও হোয়াইট হাউসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেখানে বর্তমান সেখানে কাজ করার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040