আগামী কয়েকদিন অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়াবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  2020-05-11 17:26:39  cri
মে ১১: গতকাল (রোববার) হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, নিজের তথ্যসচিব গত ৮ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় আগামী কয়েকদিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলবেন।

তবে আমেরিকান গণমাধ্যম আরও বলেছে, এর অর্থ এই নয় যে, পেন্স স্ব-বিচ্ছিন্ন এবং তাঁর কাজ সীমিত করা হবে। পেন্সের মুখপাত্র এদিন জানান যে, এখন পর্যন্ত যতবার টেস্ট করা হয়েছে, পেন্স ততবারই নেগেটিভ হয়েছেন। তিনি কোয়ারেন্টিনে নেই। তিনি হোয়াইট হাউসের ডাক্তারদের পরামর্শ নিয়ে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, মাইক পেন্সের তথ্যসচিব কেটি মিলার গত শুক্রবার নভেল করোনভাইরাসে আক্রান্ত হন। মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সুরক্ষার দায়িত্ব নিয়োজিত হোমল্যান্ড সিকিউরিটির কমপক্ষে ১১ জন ব্যক্তিও ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কেউ এখনও সুস্থ হননি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040