মহামারী চলাকালীন 'অনলাইন চীনা ব্র্যান্ড দিবস ২০২০'
  2020-05-11 15:09:30  cri
মে ১১: গতকাল (রোববার) ছিলো চীনা ব্র্যান্ড দিবস। এ উপলক্ষ্যে আয়োজিত 'অনলাইন চীনা ব্র্যান্ড দিবস ২০২০' অনুষ্ঠানটি ১০ থেকে ১২ মে পর্যন্ত চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাউড ব্র্যান্ড দিবস কার্যক্রম আয়োজন মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পরিস্থিতিতে নেওয়া উদ্ভাবনী একটি উদ্যোগ এবং চীনা ব্র্যান্ড তৈরি ও উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৩০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান চীন ও বিদেশের নেটিজেনদের কাছে চীনা ব্র্যান্ডের বিকাশ তুলে ধরেছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ব্র্যান্ডের ভূমিকা পালন ও বিশ্বের মহামারী প্রতিরোধে সহায়তা নিয়ে আলোচনা করেছে। প্রিয় শ্রোতা, এ সম্পর্কে বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাউডে চীনা ব্র্যান্ড দিবস কার্যক্রম আয়োজন করেছে চায়না ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড এক্সপো ও চায়না ব্র্যান্ড ডেভেলপমেন্ট আন্তর্জাতিক ফোরাম। এবারের প্রতিপাদ্য : "চায়না ব্র্যান্ড, ওয়ার্ল্ড শেয়ারিং; সর্বোচ্চ সমৃদ্ধি; পরিশীলিত জীবন; কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যান্ডের শক্তির সর্বোচ্চ ব্যবহার।"

ক্লাউডে চীনা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড এক্সপোটি শাংহাই প্রদর্শনী কেন্দ্রের কেন্দ্রীয় প্রদর্শনী হল এবং ৩৭টি আঞ্চলিক ক্লাউড সেন্টারে আয়োজন করা হয়।

এর মধ্যে শাংহাই সার্কিট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেডিসিনের তিনটি বৃহৎ শিল্পের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন লিয়েনইং মেডিকেল কোম্পানির প্রদর্শিত স্কয়ার কেবিন হাসপাতালের সিটি (CT) মেশিন উল্লেখযোগ্য। এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে সুনির্দিষ্ট অবস্থানে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া রোগ বিশ্লেষণে সহায়তা করতে পারে। মহামারী চলাকালীন, কোম্পানিটি উহানে মোট ২৬টি ডিভাইস সরবরাহ করেছিল। উহান স্কয়ার কেবিন হাসপাতালে মোট সিটি মেশিনের সংখ্যার ৬০ শতাংশই ছিল এই কোম্পানির পণ্য।

কোম্পানির চেয়ারম্যান সুয়েই মিন বলেন, আমাদের সরঞ্জাম ও আমাদের প্রযুক্তি মহামারী-বিরোধী লড়াইয়ের প্রথম লাইনে পরীক্ষা করা হয়েছে। এটি আবারও প্রমাণ করে যে, এর দীর্ঘমেয়াদি সফলতা রয়েছে, বিনিয়োগের সুযোগ রয়েছে, বিশ্বমানের প্রযুক্তিতে যাত্রা করার উপযোগিতা রয়েছে এবং প্রথম শ্রেণীর পণ্যের গুণমান অর্জন করেছে। এমনকি, বিভিন্ন দেশের বাজারেও এটি ব্যবহারের সুযোগ রয়েছে।

অ্যাডভান্‌স মাইক্রো-ফেব্রিকেশন ইকুইপমেন্ট কর্পোরেশনের তৈরি মিডিয়াম মাইক্রো ফাইভ ন্যানোমিটার ইচিং (Medium micro 5nm etching) প্রযুক্তি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পণ্য। কোম্পানিটি নিজস্ব পদ্ধতিতে এই যন্ত্র উৎপাদন করেছে। এই যন্ত্রটি বিদেশের উন্নত যন্ত্রের পর্যায়ে উঠে গেছে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছাও লিয়েনশেং বিশ্বাস করেন, মহামারী-পরবর্তী যুগে সংস্থাগুলোকে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উচিত। তিনি বলেন, আমাদের অবশ্যই প্রথমে মহামারী-পরবর্তী যুগ দেখতে হবে এবং অবশ্যই আমরা অনেকগুলো নতুন বিষয়ের মুখোমুখি হবো। তা সুযোগ হোক বা অসুবিধা হোক। সংক্ষেপে, আমরা সম্পূর্ণ নতুন অবস্থা এবং পরিস্থিতির মুখোমুখি হবো।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান হ্য লি ফেং বলেন, মহামারীর সময় মানসম্পন্ন ডেলিভারি, কাঁচা ফল ও শাক-সবজির ই-কমার্স, টেলিমেডিসিন, টেলিকমিউটিং ইত্যাদির উদীয়মান চাহিদা পুরোপুরি বাস্তবায়ন করা উচিত এবং অনলাইন ও অফলাইনে ব্র্যান্ড মার্কেটিংয়ের বিশেষ কার্যক্রম সম্পাদনা করা উচিত। ভোক্তাদের সুযোগ বাড়ানো, শপিং ব্র্যান্ড তৈরি করা এবং একই সঙ্গে ব্র্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা দরকার।

তিনি আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের যৌথ মঞ্চে বিভিন্ন ব্র্যান্ডের সুবিধা কাজে লাগানো হবে। এ সুযোগকে পুরোপুরি কাজে লাগানো হবে, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সহযোগিতায় ব্র্যান্ডগুলোর মধ্যে বিনিময় ও পারস্পরিক চেতনা প্রচার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হবে। বিশ্বে চীনা ব্র্যান্ডগুলো পরিচিত করা হবে, যাতে একটি পরিচিতি ও আস্থা গড়ে ওঠে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040