বুনে চলেন ছেলের জন্য পোশাক
খুব সাবধানে তিনি তিনি জামা সেলাই করেন...'
২০১৫ সালে বসন্ত উত্সবের অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীনের প্রাচীনকালের থাং রাজবংশের কবি মেং জিয়াও'র এই কবিতাটি পড়েন।
একজন মা হিসেবে সন্তানের শান্তি ও আনন্দ হলো তাঁর সবচেয়ে বড় সান্ত্বনা। সি চিন পিংয়ের মা ছি স্যিন আশা করেন, সি চিন পিং রাষ্ট্র ও জনগণের দায়িত্ব পালন করবেন সুষ্ঠুভাবে। মায়ের কথা সি চিন পিং সবসময় মনে রাখেন।
ছি স্যিন বহু বছর ধরে কঠোরভাবে সন্তানকে মানুষ করেছেন। এ জন্য তাকে পরিশ্রম করতে হয়েছে প্রচুর। অবস্থা যত কঠিন হোক না কেন, ছি স্যিনের প্রথম কাজ ছিল সন্তানের শিক্ষাদান।
সি চিন পিং কাজের জন্য প্রায় সময়ই বাড়ি ফিরতে পারেন না। কিন্তু তাঁর মা ছি স্যিন কোনো নালিশ করেন না। তিনি শুধুমাত্র বলেন, 'তুমি শুধুমাত্র নিজের কাজ ভালভাবে করলে তা বাবা-মায়ের জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া। যতক্ষণ তুমি নিজের কাজটি ভালভাবে করবে, ততক্ষণ মা ও বাবার কাছে এটি সর্বশ্রেষ্ঠ ধার্মিকতা।' (ছাই/আলিম/তুহিনা)