মহামারী হ্রাস পাওয়ার অর্থ এই নয় যে, ভাইরাসটি কৃত্রিম: ইতালির বিশেষজ্ঞ
  2020-05-11 14:48:05  cri
মে ১১: ইতালির জাতীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ আন্তোনিও ডি কার্লো বলেন, 'ভাইরাসটি দুর্বল হওয়া মানে তা কৃত্রিম— এ কথার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তা ছাড়া, পরীক্ষাগারে করোনাভাইরাস সৃষ্টির কোন প্রমাণ নেই।' শনিবার ইতালির ভেনেতো অঞ্চলের চেয়ারম্যান লুকা জায়া এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভাইরাসটি যদি দুর্বল হয়ে পড়ে, তার মানে এই নয় যে ভাইরাসটি কৃত্রিম। একইসঙ্গে তিনি বলেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত।

বিশেষজ্ঞ ডি কার্লো বলেন, ৭৭টি করোনাভাইরাসের জিন-সিকোয়েন্স এবং ১৫ হাজার ভাইরাসের নমুনা গবেষণার পর 'কোনও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় নি'।

সম্প্রতি ইতালিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে, এতে ভাইরাস দুর্বল হয়েছে বলে মনে করেন না ডি কার্লো। মহামারী মোকাবিলায় নেওয়া বিভিন্ন ব্যবস্থার কারণে সংক্রমণ হ্রাস পেয়েছে বলে জানান তিনি।

(স্বর্ণা/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040