মহামারী মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: ফরাসি গণমাধ্যম
  2020-05-11 14:47:31  cri
মে ১১: রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল রোববার 'মহামারী মোকাবিলায় বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশ অচলাবস্থায় পড়েছে' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে দায়িত্বরত রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের সাংবাদিক অ্যান করপেট ১৮ জানুয়ারি থেকে ৪ মে পর্যন্ত ট্রাম্প প্রশাসনের মহামারী মোকাবিলার পদ্ধতি তুলে ধরেছেন। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসন প্রথমে মহামারীকে গুরুত্বহীন মনে করেছিল। আর এখন মহামারী উপেক্ষা করে শুধু অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে।

করপেট বলেন, ট্রাম্প সবসময় বিজ্ঞানকে অবজ্ঞা করেছেন, কিন্তু মহামারী মোকাবিলায় ধীরে সাড়া দেওয়ার দায় নিতে রাজি নন। সংকটের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতা সুস্পষ্ট; এদিকে ট্রাম্পের বিশৃঙ্খল ব্যবস্থা এ প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে। যদিও আমেরিকার আগে এশিয়া এবং পরে ইউরোপে এর প্রকোপ দেখা দেয়; কিন্তু যুক্তরাষ্ট্র ভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয় নি।

(স্বর্ণা/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040