জুন মাস পর্যন্ত মালয়েশিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি
  2020-05-11 14:44:31  cri
মে ১১: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হাজি মোহাম্মদ ইয়াসিন গতকাল (রোববার) এক ঘোষণায় বলেন, নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ৯ জুন পর্যন্ত চলাফেরা ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিন বিকালে এক টেলিভিশন ভাষণে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, ৪ মে সরকার কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পর বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ও কোনও ক্ষয়ক্ষতি হয় নি। ১০ মে পর্যন্ত ৬৬ লাখ ৪০ হাজার শ্রমিক চাকরিতে যোগ দিয়েছে। মালয়েশিয়ার ১১৭৮টি অঞ্চলের মধ্যে ১১১২টি 'গ্রিন জোন' রয়েছে। বিগত দু'সপ্তাহে কোনও নতুন সংক্রমণ ছিলো না।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক ইতিবাচক অগ্রগতি অর্জিত হলেও চলাফেরার নিষেধাজ্ঞা বহাল থাকা প্রয়োজন। চাকরিতে ফিরে আসা কর্মীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের ঝুঁকিও বেড়েছে। তাই স্বাস্থ্যকর গাইডলাইন মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, ব্যক্তিস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া এবং জনসমাগম এড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে এবং সর্বমোট রোগী ৬৬৫৬জন। এখন পর্যন্ত মালয়েশিয়ায় মারা গেছে ১০৮জন; সুস্থ হয়েছে ৫০২৫জন। (লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040