দক্ষিণ কোরিয়া মহামারী প্রতিরোধব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে: মুন জায়ে-ইন
  2020-05-11 14:43:58  cri
মে ১১: গতকাল (রোববার) দক্ষিণ কোরিয়ায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথগ্রহণ করেন মুন জায়ে-ইন। এসময় তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সরকার মহামারী প্রতিরোধব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে এবং সংক্রামক রোগ প্রতিরোধের দক্ষতা বাড়াবে।

ভাষণে তিনি বলেন,দেশটির রোগ পরিচালনা মন্ত্রণালয়ের ক্ষমতা বাড়ানো হবে। তা ছাড়া,সরকার আঞ্চলিক রোগ পরিচালনা ব্যবস্থা গড়ে তুলবে,যাতে বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণ করা যায়।

তিনি আরও বলেন, রোগ প্রতিরোধে চলমান অবস্থা কোনোভাবেই শিথিল করা যাবে না। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় দফায় মহামারীর ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া উচিত্।

মহামারীর সময় আর্থিক ব্যবস্থাপনা ইস্যুতে তিনি বলেন, সরকার যাবতীয় সম্পদ ও নীতিমালা দিয়ে সমর্থন বাড়াবে এবং নির্মাণ খাতে প্রাণবন্ত শক্তি যোগাবে ও আঞ্চলিক অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্য করবে। দেশটি ফাইভ-জি অবকাঠামো নির্মাণকাজ এগিয়ে নেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের কর্মসংস্থান বাড়াবে।

উল্লেখ্য,রোববার সকাল ১০টা পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় মোট ১০,৮৭৪জন লোক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৫৬জন।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040