ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্ত ৬০ হাজারেরও বেশি মানুষ
  2020-05-11 14:43:25  cri
মে ১১: গতকাল (রোববার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন নতুন করে ৩২৭৭জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে; সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত রোগী ৬২,৯৩৭জন। মারা গেছে ২১০৯জন এবং ১৯,৩৫৮জন সুস্থ হয়ে উঠেছে।

বর্তমানে ভারতে নভেল করোনাভাইরাস মহামারী দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ৭ মে দেশটিতে রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। এরপর প্রতিদিন নতুন করে তিন হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং মাত্র তিন দিনে তা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

এ অবস্থায় দেশটির সরকার ৭০টিরও বেশি অঞ্চলে ভাইরাস পরীক্ষা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। তা ছাড়া, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন রাজ্যকে ফ্লু-সহ ফুসফুসের রোগ পরীক্ষার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি ভারত সরকার দেশজুড়ে লকডাউন ব্যবস্থা ১৭ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে আর্থিক ক্ষতি মোকাবিলায় বিগত সপ্তাহে সরকার কিছু বিধি-নিষেধ শিথিল করেছে।

এদিকে,উৎপাদন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার নির্মাণ খাত পুনরুদ্ধার-বিষয়ক নির্দেশনা দেয়। এতে ঝুঁকিপূর্ণ কাজে জড়িত বৃহদাকার প্রতিষ্ঠানের নিরাপত্তা, কর্মস্থলে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে। (লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040