প্রথম ত্রৈমাসিকে নতুন "ইন্টারনেট প্লাস সংস্কৃতির" উচ্চ গতির বিকাশ
  2020-05-12 13:46:24  cri
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুসারে, প্রথম ত্রৈমাসিকে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর প্রভাবে, সাংস্কৃতিক ও সম্পর্কিত শিল্পগুলিতে নির্ধারিত আকারের উপরে ১.৬ ট্রিলিয়ন ইউয়ান অপারেটিং আয় অর্জন করেছে। এ পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ১৩.৯ শতাংশ কম। তবে, নতুন "ইন্টারনেট প্লাস সংস্কৃতি" দ্রুত বিকশিত হয়েছে।

প্রথম ত্রৈমাসিকে, ইন্টারনেটে বিজ্ঞাপন পরিষেবা, ইন্টারনেট তথ্য পরিষেবা, মাল্টিমিডিয়া গেম অ্যানিমেশন ও ডিজিটাল প্রকাশনা সফ্টওয়্যারের বিকাশ এবং পরিধানযোগ্য স্মার্ট সাংস্কৃতিক সরঞ্জামের মতো শিল্প থেকে অপারেটিং আয়ের পরিমাণ ১০ শতাংশেরও বেশি হয়েছে।

মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায়, সাংস্কৃতিক উদ্যোগের কাজ ও উত্পাদন পুনরায় শুরু হওয়া উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে এবং চীনের সাংস্কৃতিক বাজার ধীরে ধীরে স্বাভাবিক ট্র্যাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040