১৮ মার্চ মরিশাসে নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার প্রথম রোগী পাওয়া যায়। এরপর থেকে মরিশাস সরকার তাত্ক্ষণিকভাবে ঘরে বিচ্ছিন্ন অবস্থায় থাকা, স্কুল স্থগিত রাখা, বিনোদন স্থান বন্ধ করা এবং কারফিউয়ের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
মরিশাসের চীনা সাংস্কৃতিক কেন্দ্রও দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছিল। এটি মহামারী রোধে জরুরি প্রতিক্রিয়া চালু করেছে, সব অফলাইন প্রশিক্ষণ কোর্স এবং কার্যক্রম স্থগিত করেছে। পাশাপাশি ঘরে বিচ্ছিন্ন অবস্থায় থাকা মরিশাসের জনগণের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা দিয়েছে। অনলাইনের মাধ্যমে দর্শনীয় স্থানে ভ্রমণের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।
"ক্লাউড • ভ্রমণ চীন" বা ক্লাউড ট্র্যাভেল টু চীন হলো অনলাইন চীনা পর্যটন ছবি প্রদর্শনী এবং চীনা পর্যটন শর্ট ফিল্ম প্রদর্শনীর মাধ্যমে চীনা সাংস্কৃতিক ও পর্যটন তথ্য ছড়িয়ে দেওয়া। এই ইভেন্টের মাধ্যমে মরিশাসের লোকজন তাদের বাড়িঘরে বসে অনলাইনে চীন ভ্রমণ, চীনের পাহাড় ও নদী দেখা, চীনা লোকসংস্কৃতি ও চীনা রীতিনীতি উপভোগের আমন্ত্রণ জানায়।
মরিশাসের চীনা সংস্কৃতি কেন্দ্রের সচিব হু জিহাও বলেন, এই 'ক্লাউড ট্র্যাভেল টু চীন' ইভেন্টটি চালু হওয়ার পর মরিশাসের মানুষ একে আন্তরিকভাবে স্বাগত জানায় ও এর প্রশংসা করে।
তিনি বলেন,
আমরা সিনচিয়াং, হাইনান, ফুজিয়ান এবং অন্যান্য চীনের প্রদেশের পর্যটন প্রচারমূলক ভিডিও তৈরি করেছি। এ ছাড়াও কিছু থিম প্রদর্শনীও রয়েছে, যেমন চীনা মেডিসিন ট্যুরিজম ছবি প্রদর্শনী, কুয়াংতুং-হংকং-ম্যাকাও সেতু প্রদর্শনী ইত্যাদি।
প্ল্যাটফর্মের পরিসংখ্যান অনুসারে, এই ইভেন্টের প্লাটফর্মে প্রায় ১০ হাজার লোক অংশ নেয়। মরিশাসের নেটিজেনরা হাইনান পর্যটন প্রচারমূলক ভিডিও দেখার পরে বলেন, হাইনানকে 'পর্যটনকেন্দ্রের ইচ্ছার তালিকায়' অন্তর্ভুক্ত করা হোক।
বর্তমানে নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু চীনে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। চীন থেকে এন্টি-মহামারী অভিজ্ঞতা এবং চীনা জনগণের কোভিড-১৯ রোগের গল্প মরিশাসে আগ্রহ জাগিয়ে তুলেছে। এজন্য মরিশাসের চীনা সংস্কৃতিকেন্দ্র "চীন অ্যান্টি-মহামারী" প্রামাণ্যচিত্রের একটি সিরিজ চালু করেছে।